নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জে জনপ্রিয় দৈনিক কালবেলার নবযাত্রার প্রথম বর্ষপূর্তিতে আলোচনা ও কেক কর্তনসহ বর্নাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সিরাজগঞ্জ প্রেসক্লাব অফিস কক্ষে প্রেসক্লাবের আহবায়ক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।
প্রধান অতিথির বক্তব্যে এ সময় তিনি কালবেলার সাফল্য কামনা করে বলেন, কালবেলা এক বছরের মধ্যে যত অগ্রগতি লাভ করেছে তাতে মনে হয় এটি অনেক পুরনো পত্রিকা। এই পত্রিকাটি মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে আরও সামনের দিকে এগিয়ে যাক এটাই আমাদের প্রত্যাশা।
কালবেলার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এস এম তফিজ উদ্দিন ও কালবেলার রায়গঞ্জ প্রতিনিধি নুরুল হক নয়ন আলোচনা শেষে কেক কাটা হয়।
অনুষ্ঠানে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা পর্যায়ে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি ছাড়াও জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, জেলা পরিষদ সদস্য একরামুল হক, প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু, স্থানীয় দৈনিক সিরাজগঞ্জ বার্তার সম্পাদক আব্দুল হামিদ খান হীরা, প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন-অর-রশিদ খান হাসান, সাবেক সহ-সভাপতি ইসরাইল হোসেন বাবু, সাবেক প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গাজী এস এইচ ফিরোজী, সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, ভোরের ডাকের স্টাফ রিপোর্টার মৌলভী নজরুল ইসলাম, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার হীরক গুণ, ডেইলি ইন্ডিপেনডেন্টের প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মাহমুদুল কবির মিঠু, এস এ টিভির প্রতিনিধি রহমত আলী, আরটিভির প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্চয়, বনিক বার্তার জেলা প্রতিনিধি অশোক ব্যানার্জী, ভোরের দর্পনের জেলা প্রতিনিধি এস এম আল-আমিন, খোলা কাগজের জেলা প্রতিনিধি এইচ এম আলমগীর কবির, মানব জমিনের প্রতিনিধি সুজন সরকার, গণ মানুষেমানুষের আওয়াজ প্রতিনিধি হুমায়ুন কবির সুমন, বৈশাখী টিভির প্রতিনিধি সুজিত সরকার, সঞ্চয়, বিটিভির প্রতিনিধি জয়নাল আবেদীন জয়, গ্লোবাল টিভির প্রতিনিধি আশরাফুল ইসলাম, দৈনিক ভোরের পাতার প্রতিনিধি সোহেল রানা, আনন্দ টিভির প্রতিনিধি হুমায়ুন কবির সোহেল, ভোরের কাগজের প্রতিনিধি বদরুল আলম দুলাল, দৈনিক বর্তমানের প্রতিনিধি শাহীন সেখসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply