আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস অনুষ্ঠানে দেশের শ্রেষ্ঠ মেয়র হওয়ায় পুরস্কার গ্রহন করেন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র মুক্তা।
ঢাকায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস- ২০২৩ইং উদযাপন অনুষ্ঠানে – বাংলাদেশের মধ্যে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা – জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অবদান রাখায় – শ্রেষ্ঠ মেয়র নির্বাচিত হওয়ায় তাকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় ঢাকাস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টাল গ্রান্ড হলরুমে অনুষ্ঠানের প্রধান অতিথি পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এমপি তাজুল ইসলাম এর হাত থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অবদানের জন্য স্বীকৃতি স্বরুপ সন্মাননা ক্রেস্ট গ্রহণ করেন-সিরাজগঞ্জের পৌরসভার সুযোগ্য মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।
এ সম্মাননা স্মারক ক্রেস্ট অর্জন করায় সিরাজগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ, সিরাজগঞ্জের সুধীজন, গুনীজনেরা সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া, সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply