মোঃ আজিজুর রহমান মুন্না
— সাংগঠনিক সম্পাদক
কবি ও কবিতা পরিষদ-সিরাজগঞ্জ।
মন তাঁর, নিজের ভাবনা
নিজের মতনই ভাবুক-
ইচ্ছেগুলো তাঁর, নিজের চীন্তায়
আপন গতিতেই চলুক!
পিছনে না চেয়ে, নিজের গরজে,
সামনের দু-কদম যা-না-
কাঁটা রেখে ফুল- না করে ভুল,
হাতে তুলে নেনা।
মানুষ তো তোর- চেনা!
পিছুটান ঝেরে ফেলে,
হাসি দিয়ে তোর,
দু’হাত বাড়িয়ে দেনা!
সুখ যে তোর পায়ের নুপুর,
সুখ যে চোখের কাঁজল,
সুখ তোর হাতের কাকন-
সুখ যে খোঁপার কাঁটা-
চাঁদের অপরুপ হাসি।
সুখের সাগরে, হাত ধরে দেখো-
সামনে বিষের ফণা,
দ্বিধা ভয় ঝেড়ে, চলো না দুজনে
Leave a Reply