বিনোদন ডেস্কঃ
কিছুদিন আগে দুর্গা সেজে আলোচনায় উঠে এসেছিলেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। ‘কাঁকুড়গাছি যুবকবৃন্দ ও ৬৯ তপসিয়া গেট’-এর পুজোর মুখ হয়ে উঠেছিলেন অপু বিশ্বাস। দুর্গার বেশে দিয়েছিলেন সম্প্রীতির বার্তা। যা নিয়ে আলোচনা ও সমালোচনা কিছু কম হয়নি।
এবার কালীর বেশে দেখা যাবে অভিনেত্রী অপু বিশ্বাসকে। ভারতের বেলেঘাটার একটি ক্লাবের কালীপুজোর মুখ হয়ে উঠতে চলেছেন অপু। তার আগে কালীর বেশে ফটোশ্যুট করে আলোচনায় উঠে এলেন জনপ্রিয় অভিনেত্রী।
মঙ্গলবার দুপুরে, উল্টোডাঙর প্রবীণ মৃৎশিল্পী সনাতন রূদ্রপালের স্টুডিওতে হাজির হয়েছিলেন অপু বিশ্বাস। দীপাবলীর বিশেষ ফটোশুটে দেখা গেল অভিনেত্রীকে। লাল শাড়ি, গলায় রক্তজবার মালা, হাতে প্রজ্জ্বলিত প্রদীপ, কপালে ত্রিনয়ন। হাতে শাঁখা-পলা, ও চুরি, কানে ভারী দুল।
তবে শুধু কালী বেশে ফটোশ্যুটই নয়। ১১ অক্টোবর দিনটি অপু বিশ্বাসের জন্মদিনও বটে। জীবনের বিশেষ এই দিনে কালীর সাজে ফটোশ্যুট করে খুশি অপু।
জন্মদিনে উপহার তাঁর ছেলে তাঁর একটি প্রতিকৃতি এঁকে দিয়েছে, সঙ্গে কেক আর মোমবাতি, সেটাই তাঁর কাছে সব থেকে বড় উপহার।
সম্প্রতি সিঁদুর বিতর্কে মুখ খুলে অপু বিশ্বাস জানান, ‘ সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না। সেদিন সকালে একটা ফটোশ্যুট ছিল, তারপর সিঁদুর খেলা ছিল।
Leave a Reply