সামিউল হক শামীম,তাড়াশ প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনের আনন্দ ভাগাভাগি করতে দলীয় নেতা কর্মীদের নিয়ে রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন সিরাজগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম, যুগ্ন সম্পাদক প্রভাষক মর্জিনা ইসলাম, শাহিনুল আলম লাবু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, মোজাম্মেল হক মাসুদ, নজরুল ইসলাম বাচ্চু, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, কেন্দ্রীয় যুব-মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক জান্নাত আরা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর টুটুল,জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি শিল্পী খাতুন, উপজেলা যুব-মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা প্রমূখ।
এমপি আব্দুল আজিজ বলেন, ধর্ম যার যার উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে দুর্গোৎসব পালিত হচ্ছে। এটাই আমাদের কাম্য। যুগ যুগ ধরে সকল ধর্মের মানুষ পূজামণ্ডপে ঘুরতে আসাটা বাঙালীর ঐতিহ্য। আইনশৃঙ্খলা রক্ষা ও প্রতিটি মণ্ডপে প্রহরীর ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সরকার ক্ষমতায় আছে বলেই দেশে সকল ধর্মের মানুষ নিজেদের ধর্মীয় উৎসব সুষ্ঠ ও সুন্দরভাবে পালন করতে পারেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে।
Leave a Reply