সেলিম তালুকদার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে কিশোরের সাথে ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫জন আহত হয়েছে। এদের মধ্যে জামাল সরকার ও নওশাদ সরকারের অবস্থা গুরুতর, এই ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের হয়েছে।
গত (৫ই সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি উত্তরপাড়ায় এই হামলার ঘটনা ঘটে।
সরেজমিনে গেলে আহতরা অভিযোগ করে বলেন, গত ৫ই সেপ্টেম্বর বৃহস্পতিবার মোকছেদ সরকারের ভাই জামাল সরকার বাড়ির সামনে দুগ্ধ সমিতির দুধ সংগ্রহের সময় আব্দুল আলীম, তার ভাই আব্দুল আজিজ সরকার ও শরিফের নেতৃত্বে তাদের লোকজন লাঠিসোটা ও দেশীয় দাঁড়ালো অস্ত্র নিয়ে তার উপরে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এসময় মোকছেদ সরকার ও তার অপর ভাই নওশাদ সরকারসহ পরিবারের সদস্যরা তাকে রক্ষায় এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন তাদের উপরেও হামলা করে তাদের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। নারী সহ ৭ জনকে গুরুতর আহত করে চলে যায়।
পরে পরিবারের অন্যান্য সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে চিকিৎসক জামাল সরকার ও নওশাদ সরকারকে প্রাথমিক চিকিৎসা শেষে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়।
এই বিষয়ে কামাল সরকার বাদী হয়ে শাহজাদপুর আমলী আদালতে প্রতিপক্ষের ১৮ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।
এই বিষয়ে অভিযুক্তদের বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি, পরে ১নং আসামি আব্দুল আজিজের স্ত্রী জানান, আমার স্বামী ও দেবররা হামলা করেনি। এসময় তিনি হামলায় তার স্বজনেরা জড়িত বলে স্বীকার করেন।
পরে অভিযুক্ত আব্দুল আলীম মুঠোফোনে জানান, মোকছেদের ছেলে আমার সাথে বেয়াদবি করেছিল আমার ভাইয়েরা জামাল সরকার ও মোকছেদ সরকারের সাথে কথা বলতে গেলে তারা দুর্ব্যবহার করেন। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
Leave a Reply