সামিউল হক শামীম,তাড়াশ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে গত ৪ মাসে অর্ধকোটি টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়েছেন মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ। জুলাই মাস থেকে শুরু হয়েছিল অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করার অভিযান। শুরুতে ওই জাল কিছুটা কম জব্দ হলেও গত দু-মাসে দেখা মিলেছে সর্বোচ্চ জব্দ। তাড়াশ থানা পুলিশের সহযোগীতায় সকল জব্দকৃত জাল আগুনে পুড়িয়া দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ।
মৎস্য কর্মকর্তা প্রতিবেদককে জানান, চায়না দুয়ারী জাল মৎস্য সম্পদের জন্য হুমকি স্বরুপ। ছোট, বড় থেকে শুরু করে যে কোন জলজ প্রাণী একবার চায়না দুয়ারী জালে প্রবেশ করলে আর বের হতে পারে না। ফলে নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের দেশীয় প্রজাতির বিভিন্ন মাছসহ সকল প্রকার জলজ প্রাণী বিলুপ্ত হতে বসেছে। তাই পরিবেশ ও মাছের জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষায় চায়না দুয়ারী জাল নিষিদ্ধ করেছে সরকার। ছোট মাছ রক্ষার্থে ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান অব্যহত থাকবে।
তিনি আরো বলেন, বর্ষার পানি প্রবেশের পূর্বেই অবৈধ চায়না দুয়ারী জালের ক্ষতিকর দিকগুলো নিয়ে উপজেলার সকল গ্রামে, হাটে বাজারে এমনকি মৎস্যজীবীদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছিলাম। কিন্তু বর্ষার পানি প্রবেশের মুহুর্তে রাতের আঁধারে ওই অবৈধ চায়না দুয়ারী জাল নিয়ে আসে কিছু মৎস্য শিকারী। তখন থেকেই আমি আমার কর্মচারীদের নিয়ে এবং তাড়াশ থানার পুলিশের সহায়তা নিয়ে অভিযান শুরু করি এবং বর্তমানেও সেটি অব্যাহৃত রেখেছি।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৯ অক্টোবর তাড়াশের লিডো স্কুল, পল্লী বিদ্যুৎ অফিস ও শিশু পার্ক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ শিকারের কারনে প্রায় ১ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যের ২৩টি চায়না দুয়ারী জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করি।
Leave a Reply