আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের তাড়াশে সার ও কীটনাশক দোকানে দুর্ধর্ষ চুরির ১৫ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। এতদিনেও মালামাল উদ্ধার না হওয়ায় হতাশাগ্রস্ত ও ব্যবসা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন প্রতিষ্ঠানটির মালিক।
মেসার্স হাফিজ কৃষি ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মো. হাফিজুর রহমান বলেন, ‘চুরির দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়েছে। ভিডিও ফুটেজ আমরা পুলিশকে দিয়েছি। তারপরও পুলিশ এখনও মালামাল উদ্ধার করতে পারেনি।’
এর আগে সোমবার (২৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার তালম ইউনিয়নের রানীরহাট বাজার এলাকায় মেসার্স হাফিজ কৃষি ট্রেডার্সে এ ঘটনা ঘটে। চোরেরা দোকানের পেছনের গেট ভেঙ্গে কীটনাশক, মাছের খাদ্য, মোবাইলের লোড, বিকাশের নগদ টাকা নিয়ে যায়। এতে ওই দোকানদারের প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দোকানের সিসি ক্যামেরা ফুটেজ দেখা যায় চোরের দল গত সোমবার রাত আনুমানিক ১১ টার দিকে মুখে গামছা বেঁধে দোকানের পিছনের দরজা ভেঙে বাঁশের সেলিং সরিয়ে মূল দোকানে ঢুকে দোকানে থাকা, বিভিন্ন নামীদামী কোম্পানির কীটনাশক, মাছের ওষুধ, বিকাশ ও নগদের টাকাসহ প্রায় ১০ দশ লক্ষ টাকা মূল্যের মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় মঙ্গলবার (২৬ মার্চ) বিকালে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তোভোগী মো. হাফিজুর রহমান।
এ প্রসঙ্গে তদন্তকারী কর্মকর্তা তাড়াশ থানার উপ-পরিদর্শক (এস.আই) সিরাজুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। তদন্ত চলছে। ইতোমধ্যে কয়েকটি স্থানে অভিযান করা হয়েছে। আশা করি খুব শিগরিই চুরির সঙ্গে জড়িত সবাইকে আটক করা সম্ভব ও পাশাপাশি চুরি হওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হবো।
Leave a Reply