সামিউল হক শামীম,তাড়াশ প্রতিনিধি:
’শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ৬৫ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ মে সকালে) উপজেলার অডিটরিয়ামে সহকারী কমিশনার (ভূমি) উম্মে তাসমিন উর্মির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ এমপি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা শিক্ষা অফিসার মুসাব্বির হোসেন খান, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান, মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান ম্যাগনেট, সহকারী শিক্ষা অফিসার মোঃ মাহমুদুল ইসলাম ও মোঃ আশরাফ আলী, তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আইয়ুবুর রহমান রাজন, সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম,
পৌষর আধিবাসী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যাম সুন্দর টুটুল সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকসহ অন্যান্যরা।
Leave a Reply