শামিউল হক শামীম, তাড়াশ প্রতিনিধিঃ ক্লাস চলাকালীন সময়ে সিরাজগঞ্জের তাড়াশে সহকর্মী শিক্ষকের ঘুমিয়ে পড়ার ছবি তোলার ঘটনাকে কেন্দ্র করে ঘুম পারা শিক্ষকের হাতে ছবি উঠানো শিক্ষক লাঞ্চিত হয়েছেন।
রবিবার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে দেশিগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শিক্ষক ভ্রাতৃদ্বয় হলেন, ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবেন্দ্র কুমার মাহাতো ও বিশ্বনাথ কুমার মাহাতো।
আর লাঞ্চিত শিক্ষক হলেন, একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুশীল কুমার মাহাতো।
এ ঘটনায় খবর পেয়ে তাড়াশ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিষমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্রনাথ সরকার বলেন, ক্লাসে ছিলাম। অফিস রুমে এসে দেখি সুশীল কুমার মাহাতো মেঝেতে পরে আছে আর দেবেন্দ্র কুমার মাহাতো ও বিশ্বনাথ কুমার মাহাতো উনারা মিলে কিলঘুষি ও মারধর করেছেন। তা দেখে আমি ও আমার আরেক সহকারী প্রবীন কুমার মাহাতো দুই শিক্ষক মিলে তাদের নিবৃত্ত করি। পরে আমি জানতে পারি শিক্ষক দেবেন্দ্র কুমার মাহাতো বিদ্যালয়ের পাশে একটি খড়ের গাদার মধ্যে ঘুমিয়ে ছিলেন। আর তার ঘুমানোর ছবি স্মার্ট ফোন অপর সহকারী শিক্ষক সুশীল কুমার মাহাতো উঠিয়েছেন। এ নিয়ে বাকবিতান্ডের এক পর্যায়ে শিক্ষক ভ্রাতৃদ্বয় দেবেন্দ্র কুমার মাহাতো ও বিশ্বনাথ কুমার মাহাতো মিলে তাকে মারধর করা হয়। যে বিষয়টি আমি তাৎক্ষণিক ভাবে তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুসাব্বির হোসেন খান স্যারকে অবগত করি।
অবশ্য, অভিযুক্ত শিক্ষক দেবেন্দ্র কুমার মাহাতো লাঞ্চিত করার বিষয়টি আমতা আমতা করে স্বীকার করেন। তিনি বলেন, সকালে আমি ক্লাস নিয়ে বিদ্যালয়ের পাশে মন্দিরের খড়ের গাদায় বসে ছিলাম। আর সহকারী শিক্ষক সুশীল কুমার মাহাতো আমার ছবি উঠায়। এ নিয়ে আমাদের মধ্যে সামন্য হাতাহাতি হয়েছে।
অপর দিকে লাঞ্চিত শিক্ষক সুশীল কুমার মাহাতো জানান, গত বৃহস্পতিবার বিশ্বনাথ কুমার মাহাতো স্কুলের ঘুমানোর একটি ছবি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট কে বা কারা পাঠান। যা নিয়ে তিনি আমাকে সন্দেহ করে দুই শিক্ষক সহোদর ভাই মিলে আমাকে মারধর করে।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুসাব্বির হোসেন খান বলেন, ঘটনাটি জানার পর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামানকে ঘটনাস্থলে পাঠিয়েছি। আর লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply