সামিউল হক শামীম, তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থী (১১) কে ধর্ষণের আসামী মো. রাসেল উদ্দিন (২৫) কে গ্রেফতার করেছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
রবিবার (২১ এপ্রিল) ভোর ৪টায় সিরাজগঞ্জ সদর এলাকার একডালা নামক স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রাসেল উদ্দিন তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের শাকমাল গ্রামের আব্দুল মান্নান ওরফে বাঁশীর ছেলে।
রবিবার (২১ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গত সোমবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের শাকমাল গ্রামের শিক্ষার্থী তার নিজ বাড়িতে গোহাল ঘর পরিস্কার করছিল। আর ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন একই গ্রামের ব্যবসায়ী রাসেল। এসময় রাসেল ওই শিক্ষার্থীকে একা পেয়ে গোয়ালা ঘর ঢুকে পড়ে। পরে তাকে জড়িয়ে ধরে বাড়ির ভিতরে একটি ঘরের ভিতর নিয়ে যায়। আর এ সময় বাড়ির লোকজন বাড়ির বাহিরে থাকার সুযোগ নিয়ে ওই শিক্ষার্থীকে সে জোড়পূর্বক ধর্ষণ করতে থাকে। এক পর্যায়ে ধর্ষিতার চিৎকারে প্রতিবেশী এক গৃহবধু সেখানে আসলে ধর্ষক রাসেল পালিয়ে যায়।
এ দিকে ধর্ষিতা ভয়ানক রক্তক্ষরণ শুরু হলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তখন তাকে মুমূর্ষ অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পরে এ ঘটনায় ওইদিন রাতে ধর্ষিতার বড় ভাই তাড়াশ থানায় বাদী হয়ে ধর্ষক রাসেল উদ্দিনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
র্যাব-১২ বিষয়টি অবগত হয়ে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার ভোররাতে বেলকুচি উপজেলার চন্দনগাঁতী দক্ষিণপাড়া গ্রামে সিরাজগঞ্জ সদর এলাকার একডালা নামক স্থানে অভিযান চালিয়ে রাসেলকে গ্রেফতার করে।
Leave a Reply