সামিউল হক শামীম,তাড়াশ প্রতিনিধিঃ বৈরী আবহাওয়া উপেক্ষা করে কাঁদা মাটির রাস্তায় পায়ে হেটে তাড়াশে মাধাইনগড় সনগুই পাড়া সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের নির্মাণ কাজ ও ধানকুণ্ঠি উত্তরপাড়া মসজিদের শুভ উদ্বোধন করলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ- তাড়াশ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ।
(২২সেপ্টেম্বর) শুক্রবার দুপুরে উপজেলার মাধাই নগর ইউনিয়নের সনগুই পাড়া সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির উদ্ভোধন ও ধানকুণ্ঠি উত্তরপাড়া মসজিদের ভিত্তি প্রস্তর করেন।
সময় এমপি আজিজ বলেন, আমি সততা ও নিষ্ঠার সাথে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি আপনাদের জন্য। জাতির পিতা বঙ্গবন্ধু’র শেখ মুজিবুর রহমানের আদর্শে আমি অসাম্প্রদায়িক রাজনীতি বিশ্বাসী। আমার এলাকায় মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের মানুষের বসবাস। আমি সকল ধর্মের মানুষের সম- অধিকার নিয়ে কাজ করছি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক দেশ। এই দেশে আমরা সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করছি। একটি কুচক্রী মহল দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে মাঝে মাঝে অরাজকতা সৃষ্টি করে। তাদেরকে চিহ্নিত করে প্রতিহত করতে হবে। এসময় তিনি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার বিজয়ে আ’লীগের সকল অঙ্গ সসংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর আলম লাবু,কার্যকরী কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান শ্রী সাধন কর, আলহাজ্ব মোসলেম উদ্দিন,মাধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনোয়ার খান, সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ আলী বিদ্যুৎ, চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট, তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীউল হক শামীম,মাধাইনগড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ,ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম (শান্ত) সাধারণ সম্পাদক সম্পাদক মোঃ কামাল হোসেন প্রমুখ।
Leave a Reply