সামিউল হক শামীম, তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যূৎ স্পর্শে এনামুল হক(৩৫) নামের এক মৎস্য চাষির মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ (মঙ্গলবার) রাত সাড়ে নয় টায় উপজেলার বারুহাস ইউনিয়নের সান্দ্রা গ্রামে। সে গ্রামের সাবেক ইউপি সদস্য সুলতানের ছেলে। ঘটনাটি নিশ্চিত করেছেন তাড়াশ থানার (ওসি) মো. নজরুল ইসলাম।
জানা যায়, নিহত এনামুল হক তার নিজ বাড়ি থেকে বৈদ্যুতিক তার টেনে বাড়ির পাশে পুকুরে সেচ দিতে গেলে বৈদ্যুতিক স্পর্শে পানি পড়ে যায়।
তাকে মুমুর্ষু অবস্থা উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তাড়াশ থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply