শামিউল হক শামীম, তাড়াশ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে প্রশিক্ষন প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে তাড়াশ ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে সংসদ সদস্য অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো: মনিরুজ্জামান, পৌর মেয়র মো: আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন খান, তাড়াশ থানার ওসি মো: নজরুল ইসলাম প্রমূখ।
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ। এসময় উপস্থিত ছিলেন, ফিল্ডসুপার ভাইজার মো: আনিছুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মডেল কেয়ারটেকার মো: আব্দুল মাজিদ।
সম্মেলনে উপজেলার শতাধিক প্রশিক্ষন প্রাপ্ত ইমাম অংশগ্রহন করেন।
Leave a Reply