শামিউল হক শামীম, তাড়াশ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।
এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।
অভিযুক্ত মোঃ রবিন (২০) তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের মানিক কর্মকারের ছেলে এবং ভুক্তভোগী তরুণী (১৬) অভিযুক্তের চাচাতো বোন ও একই গ্রামের বাসিন্দা।
তাড়াশ থানার (ওসি) তদন্ত নুরে আলম জানান, ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে ধর্ষণের শিকার প্রতিবন্ধী ভিকটিম তরুনীর বয়স নির্ধারণ, ধর্ষণের প্রমাণে ডাক্তারি পরীক্ষা ও ডিএনএ টেস্ট করার জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল পাঠানো হবে। সেইসঙ্গে জবানবন্দি নেওয়ার জন্য সিরাজগঞ্জ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ভুক্তভোগীর মা শাপলা খাতুন জানান, ‘গত ২০ মে সোমবার আমার এক নিকটতম আত্নীয় মারা যাওয়ার কারণে বাড়ীর দায়িত্ব ভাসুর মানিক কর্মকারের কাছে দিয়ে যাই। দাফনের কাজ দেরি হওয়ায় তাকে গোয়ালে গরু তোলা ও মেয়ের বিষয়ে জানতে চাইলে তিনি জানান বাড়িতে রবিন গিয়েছে।এই কথা শোনার পর পরই বাড়িতে চলে আসি। এসে দেখি আমার প্রতিবন্ধী মেয়ে কান্না করছে। কাপড়চোপড় খোলা। রবিন বাড়িতে নেই ।এ ঘটনা দেখার পর আমার ভাসুর মানিক কে ফোন দিয়ে বিষয়টি জানাই সে বলে আমার ছেলে ভুল করেছে ওকে ক্ষমা করে দাও তোমার মেয়ে প্রতিবন্ধী কিন্তু আমার ছেলে ভালো তার জীবন নষ্ট হয়ে যাবে। কিছু টাকা নিয়ে সমাধান করে দাও।
পরের দিন মঙ্গলবার সকালে থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছি । তারপর থেকেই থানায় আছি। পুলিশ কি করবে বুঝতে পারছিনা।
এ বিষয়ে অভিযুক্ত রবিনের বক্তব্য নেওয়া জন্য তার বাড়িতে গেলে জানতে পারি রবিন বাড়িতে নেই। কোথায় আছে কেউ বলতে পারে না ।
এ ঘটনায় বিষয়ে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) নজরুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর মা, মামলা দায়ের করেছেন। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply