সামিউল হক শামীম, তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে নিখোঁজের ৪দিন পর নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে শাহজাহান আলী (৬২) নামে এক ব্যাক্তির গলিত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধা ৭টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের বস্তুল পুর্বপাড়া থেকে গলিত মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ময়নুল হক জানান, বস্তুল গ্রামের মৃত হাকিম উদ্দিন তালুকদারের ছেলে শাহজাহান আলী গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার বিকালে বাড়ির পেছনে সেপটিক ট্যাংক থেকে প্রচুর দুর্গন্ধ বের হয়। নিহত শাহজাহানের ছোট ছেলে নুর মোহাম্মাদ পরিবারের সদস্যদের নিয়ে সেপটিক ট্যাংকের ঢাকনা সরিয়ে গলিত মরদেহ দেখতে পায়। এ সময় নিহতের স্বজনরা পা দেখে শাহজাহান আলী বলে প্রাথমিকভাবে শনাক্ত করেন। পরে তাড়াশ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেন।
নিহতের ছেলে জামিল হোসেন জানান, তার বাবা গান-বাজনার সঙ্গে জড়িত ছিলেন। মাঝে মাঝে বাড়ির কাউকে না জানিয়ে বাহিরে যেতেন। এদিকে গত সোমবার তিনি বাড়ি থেকে বের হন। তারপর থেকে বাড়িতে ফেরেনি। বৃহস্পতিবার বিকালে বাড়ির পেছনে সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হলে ঢাকনা খুলে বাবার গলিত মরদেহ দেখতে পাই।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করার প্রক্রিয়া চলছে।
Leave a Reply