সামিউল হক শামীম, তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বুধবার (১ মে) সকালে ট্রাক শ্রমিক ইউনিয়ন, বাস শ্রমিক ইউনিয়ন, সিএনজি শ্রমিক ইউনিয়ন ও কুলি শ্রমিক ইউনিয়নের যৌথ আয়োজন কালো ব্যাচ ধারণ, পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তাড়াশ উপজেলার ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বিধান চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকার।
ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. খাদেমুল ইসলামের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. সোলাইমান হোসেন বিএ, তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান, বস্তুল টেকনিক্যাল স্কুল এন্ড বি এম কলেজের অধ্যক্ষ মো. শাহিনুর ইসলাম শাহিন, তাড়াশ উপজেলার ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. আব্দুস সামাদ, সদস্য মো. আলম, মো. আক্কাস আলী, বাস শ্রমিক ইউনিয়নের পরিতোষ স্যান্ন্যাল, তাজেল উদ্দিন, সিএনজি শ্রমিক ইউনিয়নের মো. জালাল উদ্দিন, কুলি শ্রমিক ইউনিয়নের মো. সাদেক আলী ও আনিসসহ শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও শ্রমিকরা।
Leave a Reply