সামিউল হক শামীম,তাড়াশ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে নছিমন উল্টে মাহাতাব হোসেন (৩৫) নামের নছিমন চালক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার পুলিশ পরির্দশক (ওসি) মো. শহিদুল ইসলাম।
শুক্রবার গভীর রাতে এ ঘটনাটি ঘটে, উপজেলার তাড়াশ-ভূইয়াগাঁতি আঞ্চলিক সড়কের চন্ডিভোগ এলাকায়। নিহত মাহাতাব পৌর এলাকার আসনবাড়ি মহল্লার আবু মুছার ছেলে।
স্থানীয়রা জানান, ওই রাতে মাহাতাব হোসেন তাঁর নছিমনে মাল বোঝাই দিয়ে তাড়াশ থেকে সিরাজগঞ্জ রোডে যাচ্ছিলেন। পথিমধ্যে নছিমনটি তাড়াশ-ভূইয়াগাঁতি আঞ্চলিক সড়কের চন্ডিভোগ এলাকায় পৌঁছিলে নছিমনের সামনের চাকার টায়ার ফেটে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় চালক মাহাতাব হোসেন নছিমনের নিচে পড়ে ঘটনাস্থলে নিহত হন। পরবর্তীতে লোকজন টের পেয়ে প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে নছিমনের চালক মাহাতাবের মরদেহ উদ্ধার করেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার পুলিশ পরির্দশক (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মাহাতাবের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Leave a Reply