শামিউল হক শামীম, তাড়াশ প্রতিনিধিঃ ডিসিমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পর্যায়ের শিক্ষকদের অংশ গ্রহণে ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ আজ সোমবার থেকে শুরু হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ডিসিমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় তাড়াশ উপজেলা শিক্ষা অফিস এই প্রশিক্ষণের আয়োজন করে।
তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমা।
এসময় আরো উপস্থিত ছিলেন, সরকারি বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব আইডিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হক, তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম বিএসসি, তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শামিউল হক শামীমসহ উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের আইসিটি ও সহকারি শিক্ষকবৃন্দ।
প্রশিক্ষণে প্রোগ্রামিং এন্ড নেটওয়ার্কিং ফর ডিজিটাল টেকনোলজি ও অকুপেশনাল কোর্স বিষয়ে ধারণা লাভ করবে। উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ১শ ৬১ শিক্ষক এ প্রশিক্ষণে অংশ গ্রহন করেছেন।
Leave a Reply