শামিউল হহক শামীম, তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক্টর ও ভটভটির সংঘর্ষে ট্রাক্টরচালক নিহত হয়েছেন। বুধবার (৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের মানিকচাপর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোজাম উদ্দিন (৩৮) উপজেলার তালম ইউনিয়নের উপরসিলেট গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে একটি জমি চাষ করে ট্রাক্টর নিয়ে তোজাম উদ্দিন তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে উঠার সময় তাড়াশ থেকে আসা দ্রুতগামীর খড় বোঝাই একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ট্রাক্টরচালক তোজাম উদ্দিন নিহত হন। এ সময় স্থানীয়রা খড় বোঝাই ভটভটির চালকসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছেন।
এ তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply