শামিউল হক শামীম, তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় শিশু কিশোর ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৩ ফেব্রুয়ারী) সকালে তাড়াশ ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে নওগাঁ ফাজিল মাদ্রাসা হল রুমে শিশু কিশোরদের ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় কেরাত,হামদ-নাত,আযান, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও রচনা বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে। পরে প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন নওগাঁ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মো: নূরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, তাড়াশ ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মো: আনিছুর রহমান, মডেল কেয়ারটেকার আব্দুল মাজিদ, সাধারণ কেয়ারটেকার শাহেদ আলী, শিক্ষক মাওলানা মো :আবু শামা, ফজলুল হক,জাহিদুল ইসলাম প্রমূখ।
Leave a Reply