শামিউল হক শামীম, তাড়াশ প্রতিনিধিঃ “নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব” স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
আজ শুক্রবার (০৬ অক্টোবর) সকালে উপজেলা অডিটরিয়ামে নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা.মোঃ আব্দুল আজিজ।
বক্তব্যে সাংসদ অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ বলেন, স্মার্ট বাংলাদেশ বি-নির্মানে জন্ম ও মৃত্যু নিবন্ধন খুবই গুরুত্বপুর্ন ভুমিকা রাখবে। দেশের জনসংখ্যা নির্ণয় করা এবং আনুপাতিক হারে সকল সরকারি সুবিধা বন্টনে জন্ম-মৃত্যু নিবন্ধনের বিকল্প নাই।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, সহকারী কমিশনার (ভূমি) মোঃ খালিদ হাসান, মাধাইনগর ইউপি চেয়ারম্যান মোঃ হাবিলুর রহমান, নওগাঁ ইউপি সচিব সেলিম হোসেন, গ্রাম পুলিশ মোঃ ফরহাদসহ প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে জন্ম-মৃত্যু নিবন্ধনে ভাল কাজ করায় শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ, তাড়াশ সদরের চেয়ারম্যান মোঃ মোহাব্বত হোসেন তাং, শ্রেষ্ঠ গ্রাম পুলিশ-মোঃ ফরহাদ হোসেন, মহল্লাদার, ০৭ নং ওয়ার্ড, মাধাইনগর ইউনিয়ন পরিষদ, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক-মোঃ জাকির হোসেন, দেশীগ্রাম ইউনিয়ন এবং শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী মোছাঃ রেসমিন আখতার, ১নং ওয়ার্ড, বারুহাস ইউনিয়ন পরিষদ, তাড়াশ, সিরাজগঞ্জদের সম্মামনা ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান ম্যাগনেট।
Leave a Reply