শামিউল হক শামীম, তাড়াশ প্রতিনিধিঃ
বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
(৩০ সেপ্টেম্বর) শনিবার সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা’র সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ।
সাংসদ ডা. মোঃ আব্দুল আজিজ বলেন, আজকের কন্যাশিশু আগামী দিনের নারী। তাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিটি কন্যাশিশুর অধিকার, সু-শিক্ষা, পুষ্টি ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদরে সকলের কর্তব্য এবং নারীর সার্বিক অগ্রযাত্রা নিশ্চিত করতে বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং প্রতিরোধ সহ সামাজিক ও পারিবারিক বৈষম্য ও নির্যাতন থেকে কন্যা শিশুদের সুরক্ষিত রাখতে হবে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, তাড়াশ পৌরসভার মেয়র মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, তাড়াশ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ শামিউল হক শামীম, কিশোর কিশোরী ক্লাবের সভানেত্রী মহনা প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: খালিদ হাসান, তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারন সম্পাদক সুলতান মাহমুদ,
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক, শিক্ষার্থী এবং নারী উদ্দ্যেক্তাগণ।
আলোচনা শেষে ফ্যাশান ডিজাইনে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
Leave a Reply