সামিউল হক শামীম,তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে মাদ্রাসার আবাসিক এক ছাত্রী (১৫) কে যৌন নিপিড়নের অভিযোগে মো. জিয়াউর রহমান (৪১) নামের মাদ্রাসার মুহতামিমকে গ্রেফতার করেছেন তাড়াশ থানা পুলিশ।
বুধবার(২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বারুহাস ইউনিয়নের মনোহরপুর গ্রামের নিজ বাড়ি থেকে ওই মাদ্রাসার মুহতামিমকে গ্রেফতার করা হয়
বারুহাস ইউনিয়নের বারুহাস গ্রামের দারুল উলুম খাদিজাতুল কুবরা হাফিজিয়া কওমিয়া মহিলা মাদ্রাসায় এ যৌন নিপিড়নের ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত মাদ্রাসার মুহতামিম জিয়াউর রহমান উপজেলার মনোহরপুর গ্রামের মৃত ছবদের ফকিরের ছেলে।
বিষয়টি তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরে আলম নিশ্চিত করেছেন।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, প্রায় সপ্তাহকাল পুর্বে ওই মাদ্রাসার হেফজখানার আবাসিক ছাত্রী (১৫) কে গভীর রাতে মাদ্রাসার মুহতামিম জিয়াউর রহমান তার অফিস কক্ষে ডেকে নিয়ে আসেন। পরে কৌশলে প্রায় ৩ ঘন্টা অফিস কক্ষে আটকে রেখে ওই ছাত্রীকে একাধিকবার যৌন নিপিড়ন করেন। পরে বিষয়টি মাদ্রাসার অভ্যন্তরে জানা জানি হয়ে যায়। আর যা ধামাচাপা দিতে ওই মাদ্রাসার মুহতামিম চেষ্টা করেন।
কিন্ত গত মঙ্গলবার বিষয়টি ওই এলাকার লোকজন সহ তাড়াশ থানা পুলিশ জেনে যান। যা নিয়ে ওই এলাকায় ক্ষোভের সঞ্চার হয় এবং এক পর্যায়ে বুধবার ওই মুহতামিমকে পুলিশ গ্রেফতার করে থানা নিয়ে আসেন । সেখানে তাকে জিজ্ঞাসাবাদে তিনি মাদ্রাসার ছাত্রীকে যৌন নিপিড়নের বিষয়টি স্বীকার করেন।
এ প্রসঙ্গে বিকালে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক মো. নুরে আলম জানান, বর্তমানে যৌন নিপিড়নের শিকার ছাত্রীর অভিভাবকরা থানায় অবস্থান করছেন। পাশাপাশি এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply