সামিউল হক শামীম,তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে রাজিব সরকার রাজু নামের এক ইউপি সদস্যর বিরুদ্ধে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে অটোভ্যান চার্জ দিয়ে অবৈধ ভাবে অর্থ উর্পাজনের অভিযোগে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন ও বিদ্যুতের মিটার জব্দ করা হয়েছে।
রোববার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বী গ্রামে এ ঘটনা ঘটে।
রাজিব সরকার রাজু বারুহাঁস ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য ও কুসুম্বী গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর তাড়াশ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নিরাপদ দাশ।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর তাড়াশ জোনাল অফিস সূত্রে জানা গেছে, ইউপি সদস্য রাজিব সরকার রাজু প্রায় এক বছর যাবৎ তাঁর বাড়ির আবাসিক বিদ্যুৎ সংযোগের সাভির্স ড্রপ তার থেকে কৌশলে সংযোগ নিয়ে একটি ঘরে প্রতিদিন অনন্ত ২০ থেকে ২৫টি বিদ্যুৎ চালিত অটোভ্যানে টাকার বিনিময়ে চার্জ দিয়ে অবৈধভাবে উপার্জন করে আসছেন। যা বোঝার উপায় ছিল না। আর কৌশল করে বিদ্যুৎ সংযোগ নেওয়ার ফলে মিটারে বিলও উঠে না। পাশাপাশি বিনা বিলে সরকারি বিদ্যুৎ ব্যবহার করে বিদ্যুৎ চালিত অটোভ্যানে চার্জ দিয়ে অবৈধ ভাবে অর্থ উর্পাজন করার এমন একটি গোপন সংবাদ পান সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর তাড়াশ জোনাল অফিস। আর খবর পেয়ে একদল বিদ্যুৎ কর্মী ঘটনার স্থলে পৌঁছে ঘটনার সতত্যাও পান। তাঁরা তাৎক্ষনিক ভাবে ওই ইউপি সদস্যের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিছিন্ন ও তাঁর ব্যবহৃত আবাসিক মিটারটি জব্দ করে অফিসে নিয়ে আসেন।
অবশ্য, বারুহাঁস ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য রাজিব সরকার রাজু বলেন, বিদ্যুৎ চালিত অটোভ্যানে চার্জ দেওয়া হয় সে ঘরটি আমি একজনকে ভাড়া দিয়েছি। আর এভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়া অবৈধ কিনা জানি না। আমি একটি মিটিং এ আছি। পরে কথা বলবো বলে ফোনটি কেটে দেন।
এ প্রসঙ্গে তাড়াশ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নিরাপদ দাশ বলেন, ইউপি সদস্য রাজিব সরকার রাজু তার বাড়িতে অবৈধ সংযোগের মাধ্যমে সরকারি বিদ্যুৎ বিনা পয়সায় নিয়ে অটোভ্যানে চার্জ দিয়ে আসছেন। যা আইন সম্মত না। আমরা তাঁর বাড়ির অবৈধ সংযোগ বিছিন্ন করেছি। তাঁকে নিয়ম মেনে জরিমানা করা হবে। আর জরিমানার অর্থ না দিলে মামলা করা হবে।
Leave a Reply