সামিউল হক শামীম, তাড়াশ প্রতিনিধিঃ
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ইং শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৯ শে এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ৬৪ সিরাজগঞ্জ ৩ রায়গঞ্জ- তাড়াশ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) খালিদ হাসান ।
এ সময় বক্তব্য রাখেন তাড়াশ পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাক, সলঙ্গা থানা আওয়ামী সাধারণ সম্পাদক আতাউর রহমান লাবু,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আব্দুল মমিন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর আলম লাবু, বারুহাস ইউপি চেয়ারম্যান ময়নুল হক, ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল প্রমূখ৷
অনুষ্ঠান সঞ্চালনা করেন গোলাম মোস্তফা।
Leave a Reply