শামিউল হক শামীম,তাড়াশ প্রতিনিধি:
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তাড়াশের কিশোরী মেয়েরা, তাদের সমস্যা নিয়ে সাবলীল ভাবে কথা বলেছে, এতে আমি অভিভূত। আগামীতে সংসদ সদস্যদের নিয়ে বিভিন্ন পলিসি বাস্তবায়নে কিশোরীদের তুলে ধরা সুপারিশ নিয়ে কাজ করবো।
তিনি আজ (বৃহস্পতিবার) সিরাজগঞ্জের তাড়াশে কিশোরীর স্বাস্থ্য সুরক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিশেষ অতিথি ছিলেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা: আ ফ ম রুহুল হক।বাংলাদেশ সচিবালয়,ইউএনএফপিএ এবং তাড়াশ উপজেলা প্রশাসনের আয়োজনে, সকাল ১১ টায় তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে,সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হুইপ মাহাবুব আরা গিনি, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে.এম.আব্দুস সালাম, জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন খাঁন, প্রভাষক মর্জিনা ইসলাম সহ অন্যন্যরা।
সচিব কে.এম.আব্দুস সালামের সঞ্চালনায় কর্মশালায় তাড়াশ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীরা সরাসরি ও ভার্চুয়ালী সংযুক্ত হয়ে তাদের সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখে।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্কুল শিক্ষক,ধর্মীয় নেতা, সাংবাদিক, নিকাহ রেজিষ্ট্রার সহ বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিরা অংশ নেয়।
Leave a Reply