সামিউল হক শামীম, তাড়াশ প্রতিনিধি ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ স্লোগানে সাড়া দেশের ন্যায় তৃতীয়বারের মতো সিরাজগঞ্জের তাড়াশেও ‘শেখ রাসেল দিবস’ পালিত হয়েছে।
বুধবার(১৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়ে। পরে র্যারি, আলোচনা সভা ও পুরুস্কার বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।
আলোচনা সভায় পবিত্র কোরআন থেকে তেলোয়াত পাঠ করেন, তাড়াশ উপজেলা পরিষদের জামে মসজিদের ঈমাম মোঃ আব্দুল ওহাব এবং পবিত্র গীতা পাঠ করেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হিসাব সহকারী বিপ্লব কুমার দাশ।
অনুষ্ঠানে শেখ রাসেলকে নিয়ে স্মৃতি চারণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনি, সহকারী কমিশনার (ভূমি) মো. খালিদ হাসান, অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের ছাত্রী খাদিজাতুল কোবরা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাড়াশ পৌরসভার চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন. উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মশগুল আজাদ, অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লথিফ, তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. জাফর ইকবাল, তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল সালাম, তাড়াশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও কমলমতি ছাত্র-ছাত্রীরা।
বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান দেশাত্মবোধ সৃষ্টিতে ও সুনাগরিক হয়ে বেড়ে উঠার লক্ষ্যে সকল ছাত্র ছাত্রীদের বঙ্গবন্ধুর লেখা তিনটি বইঃ অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন পড়ার জন্য অনুরোধ জানান।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের অংশ গ্রহনে শেখ রাসেলকে নিয়ে চিত্রাংকন, কবিতা আবৃতি, রচনা প্রতিযোগীতায় শ্রেষ্ঠদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।
Leave a Reply