শামিউল হক শামীম, তাড়াশ প্রতিনিধিঃ আদিবাসী মাহাতোদের ছাত্র সংগঠন মিসাবের ১৫তম পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিষমডাঙ্গা গার্লস স্কুল অ্যান্ড কলেজ চত্বর মুখরিত হয়ে উঠে।
মঙ্গলবার বেলা ১০টার দিকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ – তাড়াশ) আসনের সংসদ সদস্য মো. আবদুল আজিজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিসাবের সভাপতি শুভ্রময় মাহাতো।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মিসাবের সাধারণ সম্পাদক চঞ্চল কুমার মাহাতো ও সুশান্ত কুমার মাহাতো।
অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলার সিভিল সার্জন রামপদ রায়, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার রায়, গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো, তাড়াশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ম ম জর্জিয়াস হোসেন, সোনাখাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন, মাহাতো সমাজপতি ঢাকা শিশু হাসপাতালের সহকারী অধ্যাপক গজেন্দ্রনাথ মাহাতো, প্রমীলা ফুটবল খেলোয়াড়দের প্রশিক্ষক নিহার রঞ্জন সরকার, বিষমডাঙা গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চঞ্চল কুমার মাহাতো, সাবেক অধ্যক্ষ খগেন্দ্রনাথ মাহাতো, মাহাতোদের কুড়মালি ভাষার লেখক ও প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি উজ্জ্বল কুমার মাহাতো, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অলক কুমার মাহাতো প্রমুখ।
অনুষ্ঠানে মাহাতো শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। ক্রেস্ট ও গাছের চারা দিয়ে তাদের সম্মানিত করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
Leave a Reply