সামিউল হক শামীম,তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে শতাধিক অসহায় ও ছিন্নমূল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) দুপুরে শরীফ-লিমা চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের রানীদিঘী আঞ্চলিক কার্যালয়ে আলোচনা সভা শেষে শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ময়নুল হক।
আরটিভির সিরাজগঞ্জ প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শরীফ-লিমা চ্যারিটেবল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক রহমত আলী, এশিয়ান টিভি তাড়াশ উপজেলা প্রতিনিধি শামিউল হক শামীম প্রমুখ।
অনুষ্ঠান শেষে শতাধিক অসহায় ও ছিন্নমূল পরিবারের নারী ও পুরুষের মাঝে শাড়ী, লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শরীফুল ইসলাম বলেন, আমরা অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চাই। শরীফ-লিমা চ্যারিটেবল ফাউন্ডেশনের সবসময় মানবিক কাজ করে যাচ্ছে। ধর্মীয় দিক অনুসরন করে মানবিক গুনে সবাইকে গুনান্বিত হতে হবে। দেশ ও মানুষের কল্যানে নিবেদিত থাকতে হবে। মাদক, সন্ত্রাস থেকে মুক্ত থেকে অসহায়দের পাশে দাঁড়াতে হবে। প্রথমত সবাইকে সৎ থাকতে হবেই। তবেই আমরা পরিপুর্ন মানুষ হতে পারবো। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুবিধা বঞ্চিত অসহায়দের পাশে সবসময় থাকতে পারি।
প্রসঙ্গত, সমাজসেবামূলক সংগঠন ‘শরীফ-লিমা চ্যারিটেবল ফাউন্ডেশন’ দীর্ঘ কয়েক বছর ধরে অসহায়দের চিকিৎসা, মেধাবীদের শিক্ষা বৃত্তি, দুর্যোগে ত্রান সহায়তা, নারীদের স্বাবলম্ভী করতে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থাসহ বেকার কর্মক্ষম মানুষদের আর্থিক পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে।
Leave a Reply