নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চলনবিলে নৌকা ভ্রমণের নামে মাদক সেবন ও অশ্লীলতার অভিযোগে নারীসহ ১৪ জন গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার(১০ সেপ্টেম্বর) বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এর আগে গতকাল শনিবার রাতে তাড়াশ উপজেলার চলনবিলে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রাশিদুল ইসলাম (৩০), ছাবলু মোল্লা (৪২), সেলিম প্রামাণিক (৩৩), আজাদুল ইসলাম (৩৩), জামাল হোসেন (৩৯), বাবু প্রামাণিক (২৭), ছাবলু হাসান (৩১), আলমগীর হোসেন (২৮), বাচ্চু মোল্লা (৪০), আশরাফুল ইসলাম (৩৮), নূপুর আক্তার (২২), মারিয়া খাতুন (১৯), আসমা খাতুন (২৫) ও আয়শা আক্তার (১৯)।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, রাতের বেলায় চলনবিলে নৌকাতে নারী-পুরুষ মিলে মাদক সেবন করছিলেন—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৪ নারীসহ ১৪ জন গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply