এইচএম ফারুক,তানোর প্রতিনিধিঃ রাজশাহীর তানোর উপজেলায় এক টেলিকম ব্যবসায়ী সাথে এক সন্তানের জননীর অনৈতিক ও অবৈধ সম্পর্কের অভিযোগ তুলেছেন ভোক্তভোগী ঐ নারী। উপজেলার কামারগাঁ ইউনিয়নের কামারগাঁ গ্রামে এমন ঘটনা ঘটার খবর পাওয়া যায়।
জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউনিয়নের কামারগাঁ বাজারের টেলিকম ব্যবসায়ী মো সাইফুদ্দিন আলী লিলিন কয়েক মাস যাবৎ কামারগাঁ বোর্ড পাড়ার জৈনক ব্যক্তির স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলেন তিনি। বিষয়টি এলাকায় জানাজানি হলে বিয়ের দাবিতে ঘর ছাড়েন ভোক্তভুগী ঐ নারী। ঘটনা ধামাচাপা দিতে মরিয়া অভিযুক্ত সাইফুদ্দিন আলী লিলিন।
অপরদিকে, অভিযুক্ত সাইফুদ্দিন কে উদ্ধার করতে তার সহযোগী একই গ্রামের মো ক্যারাম আলীর পুত্র কামারগাঁ বাজারের ব্যবসায়ী সাহাজাহান ইসলাম ভুক্তভোগী নারীর হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে তাদের আলাপের ম্যাসেজ ডিলিট করে দেয় সাহাজাহান ইসলাম। ফলে স্থানীয় কোনো ব্যক্তি সমস্যাটি সুষ্ঠু সমাধান করেতে ব্যর্থ হন।
এ বিষয়ে ভুক্তভোগী নারী সাদিয়া আক্তার বলেন, কামারগাঁ দক্ষিন পাড়ার মৃত মুকুল হোসেনর পুত্র ও কামারগাঁ বাজারের টেলিকম ব্যবসায়ী মো সাইফুদ্দিন আলী কৌশলে আমার সাথে সম্পর্ক তৈরি করে, সে আগে আমাকে মেসেজ দিতো, পরে সে আমাকে একটা স্মার্ট ফোন দেয়। যার মাধ্যমে আমাদের যোগাযোগ হতো। ঘটনাটি জানাজানির ফলে আমার স্বামীর ঘর ছাড়তে হয়। এখন মো সাইফুদ্দিন আলী ঘটনা অস্বীকার করছে। আমাকে সে বিয়ে কথা বলে সম্পর্ক করে এখন মেনে নিচ্ছে না। তার সহযোগী সাহাজাহান আমার হাত থেকে জোর পূর্বক মোবাইল কেড়ে নিয়ে প্রমান ও আলামত নষ্ট করে ফেলে। ফলে এখন আমি নিরুপায়।
এ বিষয়ে অভিযুক্ত মো সাইফুদ্দিন আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এ রিপোর্ট লিখা পর্যন্ত ভোক্তভোগী কোথাও কোনো লিখিত অভিযোগ করেন নি তবে অভিযোগের প্রক্রিয়া চলছে বলে জানা যায়।
Leave a Reply