এইচএম ফারুক, তানোরঃ রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নচ আওয়ামী লীগ উত্তর শাখার আয়োজনে ইউনিয়নের মাদারীপুর পার্টি অফিস মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের ১,২,৮ ও ৯ নং ওয়ার্ড শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল চারটায় বাংলাদেশ আওয়ামী লীগ কামারগাঁ ইউনিয়ন উত্তর শাখার সভাপতি মো আলাউদ্দীন আলী প্রাং এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী নির্মল সরকারের সঞ্চালনায় মাদারীপুর পার্টি অফিস মাঠে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড কমিটি গঠনের দায়িত্ব প্রাপ্ত নেতা, তানোর উপজেলা চেয়ারম্যান ও তানোর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো লুৎফর হায়দার রশিদ ময়না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মুনসেফ আলী, তানোর উপজেলা মহিলা লীগ সভানেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, তানোর উপজেলা কৃষকলীগ সভাপতি বাবু রাম কমল সাহা, কামারগাঁ ইউনিয়ন আওয়ামী লীগ দক্ষিন শাখার সভাপতি ও চেয়ারম্যান মো ফজলে রাব্বী মিঞা, কামারগাঁ ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক সুফি কামাল মিন্টু , ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি তোফায়েল হোসেন ও কামারগাঁ ইউনিয়ন যুবলীগ উত্তর শাখার সাধারণ সম্পাদক হায়দার আলী, ইউনিয়ন শ্বেচ্ছাসেবক লীগ সভাপতি জহিরুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকি, দক্ষিণ শাখার সভাপতি মিলন মৃধা ও সাধারণ সম্পাদক বিজয় কুমার প্রামানিক, সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।
উক্ত সম্মেলনে ১নং ওয়ার্ডে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো মোস্তাফিজুর রহমান
ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো মিরাজ উদ্দীন।
৮নং ওয়ার্ডে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো আব্দুর রউফ।
৯নং ওয়ার্ডে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো আঃ মজিদ ।
২নং ওয়ার্ডে সভাপতি ও সাধারণ সম্পাদক একাধিক প্রার্থী থাকায় প্রার্থীরা নিজেরা সমন্বয় না হওয়ায় বিশেষ কারণে কমিটি টি আপাতত স্থগীত রাখা হয়েছে বলে জানাগেছে। অল্প সময়ের মধ্য বিচার বিশ্লেষণ করে ২ নং ওয়ার্ডের কমিটির ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
Leave a Reply