শামিউল হক শামীম, তাড়াশ প্রতিনিধিঃ তাড়াশ পৌরসভার মেয়র পদে আ’লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী হলেন তাড়াশ উপজেলার বিএনপি-জামায়াত কর্তৃক জেল-জুলুম ও কারা নির্যাতিত ৮০ দশকের ছাত্রলীগের দুঃসময়ের কান্ডারী আওয়ামীলীগের ত্যাগীনেতা মোজাম্মেল হক মাসুদ।
দলের নিবেদিত কর্মী হিসেবে মোজাম্মেল হক মাসুদের রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। তাড়াশে প্রচলিত কথা আছে, তা হলো মোজাম্মেল হক মাসুদের শরীরে যতো আঘাত পড়েছে, দলীয় সকল পদ পদবী দিলেও সে ঋণ শোধ হবার নয়। দলের সুসম বন্টনের অভাবে মোজাম্মেল হক মাসুদের রাজনৈতিক প্রতিহিংসার থাবায় পড়েছে বার বার। তার শরীরের প্রত্যেক অংগে বিএনপি জামায়াতের আঘাত এখনও দৃশ্যমান। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন কয়েকবার। মোজাম্মেল হক মাসুদ তাড়াশ পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী হওয়ায় সিনিয়র নেতাদের মনে স্বস্তির আভাস দেখা মিলেছে। একাধিক নেতা কর্মীরা জানান, দেশরত্ম শেখ হাসিনা ত্যাগী ও নির্যাতিত আ’লীগ নেতা মোজাম্মেল হক মাসুদকে দলীয় মনোনয়ন নৌকা প্রতীক দিয়ে তৃণমুলে ত্যাগীদের মুল্যায়ন করবেন।
১৯৭৯-১৯৮০ সালে তাড়াশ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, ১৯৭৮০-১৯৮৭ এবং পরবর্তীতে আবারো ১৯৮৭-১৯৯৩ সাল পর্যন্ত তাড়াশ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
৯০ দশকে ২২ দলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং উত্তরবঙ্গ ছাত্র এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। একই সময়ে ১৯৯০-১৯৯৩ শিক্ষাবর্ষে উল্লাপাড়া আকবর আলী সরকারী কলেজ শাখার নির্বাচিত সাধারন সম্পাদক। ১৯৯৩-১৯৯৫ সালে টাঙ্গাইল করটিয়া শা’দত বিশ্ববিদ্যায় কলেজ শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদকও ছিলেন।
এছাড়াও তিনি ১৯৯৭-২০০৩ সাল পর্যন্ত সিরাজগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতির দায়িত্ব, ২০০৩ হতে ২০১৩ সাল এবং পরবর্তীতে ২০২০ সাল থেকে চলমান সময়ে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তাড়াশ ডিগ্রি কলেজ পরিচালনা কমিটি সদস্য, তাড়াশ মডেল সর:প্রা:বি: পরিচালনা কমিটির সভাপতি, তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য’র দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ভাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরীর নির্বাচিত সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।
মোজাম্মেল হক মাসুদ জানান, জীবন, যৌবন সবকিছুই দিয়েছি দলের জন্য। আমার হৃদয়ে আছে বঙ্গবন্ধুর আদর্শ। আমি জীবিত থাকতে এই আদর্শ কেউ ছিনিয়ে নিতে পারবে না। মেয়র পদে দলীয় মনোনয়ন নৌকা প্রত্যাশী হয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নীতি নির্ধারক গন যাকে মনোনয়ন দিবেন আমি তার হয়ে নির্বাচন করবো। আর আমাকে দিলে নির্বাচিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল কাজ শতভাগ বাস্তবায়ন করবো ইনশাল্লাহ্।
Leave a Reply