শামিউল হক শামীম, তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত নারী আসনে ১২জন ও সাধারণ পুরুষ কাউন্সিলর পদে ৪৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার মোঃ মুজিবুল আলম।
১৮ জুন রবিবার মনোনয়ন জমার শেষ দিনে মেয়র পদে নৌকা মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান বাবুল শেখ, স্বতন্ত প্রার্থী আল-আমিন হোসেন ও শহিদুল ইসলাম সহকারী রিটার্নিং অফিসার মোঃ মুজিবুল আলমের নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য ২০১৭ সালের ৩১শে ডিসেম্বর তাড়াশ সদর ইউনিয়নের কয়েকটি গ্রাম, পার্শ্ববর্তী বারুহাস ইউনিয়নের ২টি ও মাধাইনগর ইউনিয়নের ৩টি গ্রামসহ ২৭.৫৩ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে তাড়াশ পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৭১৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ৮ হাজার ১৫৬ জন এবং নারী ভোটার রয়েছে ৮ হাজার ৫৬০ জন।
আগামী ১৭ই জুলাই নবগঠিত তাড়াশ পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply