1. 24sirajganj@gmail.com : Md Masud Reza : Md Masud Reza
  2. admin@dailysirajganjnews.com : unikbd :
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ করলেন -এমপি   হাবিবে মিল্লাত মুন্না  সিরাজগঞ্জে নগর দরিদ্র সু-রক্ষা ফোরামের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুরগির বাচ্চাও তাদের টার্গেট হয়ে ওঠেছে- ওবায়দুল কাদের  রায়গঞ্জে সভাপতি ও শিক্ষা কর্মকর্তার অনুপস্থিতিতে গেট তালা দিয়ে পাতানো নিয়োগ সম্পর্ণ করলেন ডিজির প্রতিনিধি সভাপতি ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অনুপস্থিতিতে গেট তালা দিয়ে পাতানো নিয়োগ বাস্তবায়ন করলেন ডিজির প্রতিনিধি উল্লাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার সন্তানকে প্রাণনাশের হুমকি সলঙ্গায় তিন সন্তানের জননী নিয়ে উধাও মৎস্যজীবিলীগ নেতা রায়গঞ্জে হিন্দু সম্প্রদায় সার্বজনীন মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত সিরাজগঞ্জে যুব-মহিলালীগের সহ-সভাপতির ছেলেসহ ৩জন গ্রেফতার তাড়াশে তাহিরা-হক প্রতিবন্ধী শিক্ষা নিকেতন পরিদর্শন করলেন সমাজ কল্যান মন্ত্রনালয়ের সহকারী সচিব স্বপ্নসারথি দলের জীবন দক্ষতা উন্নয়ন সেশন ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ  অনুষ্ঠিত সাংবাদিক সুকান্ত সেনের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত

তাড়াশ পৌর নির্বাচনে কে হবেন পৌর মেয়র? কার গলায় ঝুলবে বিজয়ের মালা!

  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ২৩৭ Time View

শামিউল হক শামীম, তাড়াশ প্রতিনিধিঃ আজ তাড়াশ পৌরসভার প্রথম নির্বাচন। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো পৌর শহর। চলছে নির্বাচনী মহোৎসব। গত কয়েক দিনে পৌর শহরের হাটে বাজারে, ছোট-বড় চা-স্টল ও হোটেল রেস্টুরেন্ট গুলোতে নির্বাচন নিয়ে ছিল মানুষের কতোপথন। কে হবেন পৌর মেয়র? কার গলায় ঝুলবে বিজয়ের মালা।

তাড়াশ উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত আব্দুর রাজ্জাক-নৌকা, স্বতন্ত্র প্রার্থী বাবুল শেখ- জগ, মোঃ শহিদুল ইসলাম-নারিকেল গাছ এবং আল-আমিন- মোবাইল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে, বিএনপি-জামায়াত কোনো প্রার্থী দেয়নি। তাই লড়াইটা মূলত হবে আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখের মাঝে। যদিও ভোটের আগে নিশ্চিত করে বলা যায় না, আসলে কে হবেন বিজয়ী।

তবে স্থানীয়ভাবে বেশি আলোচনা আওয়ামী লীগের প্রার্থী মোঃ আব্দুর রাজ্জাককে নিয়ে। তিনি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক তাড়াশ উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা এম মোবারক হোসেনের ছেলে। এছাড়াও তিনি তাড়াশ পৌর আওয়ামীলীগের আহবায়ক।

অপরদিকে ছাত্রলীগ থেকে উঠে আসা তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক, পৌর আওয়ামীলীগের সদস্য মোঃ বাবুল শেখের রাজনৈতিক অঙ্গনে নিজস্ব একটি অবস্থান রয়েছে।

এছাড়া তিনি গত ২০১৭ সালে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি পৌর মেয়র পদে নৌকার মনোনয়ন বঞ্চিত হয়ে পৌর আওয়ামীলীগের সদস্য ও সদর চেয়ারম্যানের পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি দিয়েছেন। সব মিলিয়ে পৌরসভার কর্মকান্ড- পরিচালনা এবং পৌরবাসীর সঙ্গে তার সক্ষ্যতাও উল্লেখ করার মতো।

মোঃ শহিদুল ইসলাম নারিকেল গাছ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি তাড়াশ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপির সহ-সভাপতি মুনসুর রহমান বাচ্চু এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানের সহোদর ভাই।

শহিদুল ইসলামের দাবী দলের আমার পদ নেই কিন্ত আমি বিএনপির সক্রিয় কর্মী। আমার ভাইরা বিএনপির বড় বড় পদধারী। তাই নির্বাচনে অংশগ্রহন করার কারন হলো বিএনপির লোকজনের ভোট দেয়ার কোন জায়গা নেই। এজন্য আমি প্রার্থী হিসেবে মাঠে রয়েছি।

বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, তাড়াশ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপির সহসভাপতি মুনসুর রহমান বাচ্চু এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানের ভাই শহিদুল ইসলাম তাদের পরিবারের সিদ্ধান্তে মেয়র পদে (নারিকেল গাছ) প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করছেন। এতে বিএনপির কোন নেতা বা কর্মীও সর্মথন নেই।

মোঃ আল আমিন মোবাইল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি তাড়াশ উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারন সম্পাদক এবং উপজেলা মৎস্য জীবিলীগের সভাপতি মোঃ আরিফুল ইসলামের ভাই। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে মেয়র প্রার্থী হওয়ায়, গত ০২/০৭/২০২৩ ইং তারিখ রোজ রবিবার তাড়াশ উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ তাড়াশ উপজেলা আওয়ামীলীগ এর যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৭ জুলাই তাড়াশ পৌরসভার নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত দলীয় প্রার্থীর প্রতীক নৌকার বিরুদ্ধে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ার জেলা আওয়ামী লীগের নির্দেশক্রমে গঠনতন্ত্রের ৪৭ (১১) ধারা মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আওয়ামী লীগের সকল প্রকার পদ পদবী এবং সাধারণ সদস্য পদ হতে স্থায়ী ভাবে বহিস্কার করা হয়েছে।

তাড়াশ উপজেলা আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রকল্প চলমান থাকার পরও কেন নৌকার পরিবর্তে ভিন্ন প্রতীকে ভোট যাবে- এমন প্রশ্নের জবাবে পৌরসভার ভোটাররা জানান, উন্নয়নের কথাগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরার চেয়ে আওয়ামী লীগ বিরোধী প্রচারণা ছিল বেশি। এছাড়া ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে জেলা-উপজেলা পর্যায় পর্যন্ত কিছু নেতাদের কারণে সাধারণ মানুষ বিরক্ত।

জানতে চাইলে নৌকার প্রার্থী মোঃ আব্দুর রাজ্জাক বলেন, আমার জন্ম তাড়াশে। আমার বাবা মরহুম মোবারক হোসেন ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং দেশ স্বাধীনের পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামীলীগ তাড়াশ উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, সদর ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান। আমার ভাই মরহুম দুলাল হোসেন ছিলেন, সাবেক তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক। আমরা বংশগত ভাবে এ অঞ্চলের পরিচিত মুখ।

আমার পরিবারে জন্মগত ভাবে মানুষের সেবা করা আমাদের পূর্বপুরুষেরা তাড়াশের স্থায়ী বাসিন্দা হওয়ায় সকল লোকজন আমাদের আপন। এছাড়া আমারও দৃষ্টি পৌরসভার উন্নয়ন। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সাধারণ মানুষ নৌকাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।

জগ প্রতীকের প্রার্থী বাবুল শেখ বলেন, জনগণই আমাকে ভোটে নামিয়েছে। জনগণ ভোট দিতে পারলে আমার বিজয় কেউ ঠেকাতে পারবে না।

তাড়াশ পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম জানান, আগামী ১৭ জুন হবে নির্বাচন। তাড়াশ পৌরসভার ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৯ হাজার ২৮৭ জন। পুরুষ ভোটার ৯ হাজার ৪৬৭ও নারী ভোটার ৯ হাজার ৮২০ জন। ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  • © All rights reserved © 2023 Daily Sirajganj News
Website Developed by UNIK BD