শামিউল হক শামীম, তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ আব্দুর রাজ্জাক মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রবিবার ( ১৮ জুন) সকালে উপজেলার সহকারী রির্টানিং কর্মকর্তা মোঃ মজিবুল আলমের হাতে তিনি মনোনয়ন জমা দেন।
এসময় তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার আব্দুস সামাদ, সহ-সভাপতি ও সাবেক বারুহাস ইউপি চেয়ারম্যান মোঃ মোক্তার হোসেন, সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকার, যুগ্ম সাধারন সম্পাদক রজত ঘোষ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সনাতন দাশ, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মনোয়ারা খাতুন মিনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারন সম্পাদক সুলতান মাহমুদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হাকিম, সদস্য মোঃ সাহেদ খান জয় সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলার সহকারী রির্টানিং কর্মকর্তা মোঃ মজিবুল আলম জানান, আগামী ১৭ জুলাই তাড়াশ নবগঠিত প্রথম পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে
পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৭১৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ৮ হাজার ১৫৬ জন এবং নারী ভোটার রয়েছে ৮ হাজার ৫৬০ জন।
Leave a Reply