মোঃ জাকির হোসাইন,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার উলিপুর পাচান দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের বিরুদ্ধে নির্বাচনী তফসিল ঘোষণা না করে গোপনে বিধি বহিভর্’ত ভাবে মাদ্রাসা পরিচালনা কমিটি গঠন করে বৃদ্ধ ব্যক্তিকে কমিটির সভাপতি বানানোর লিখিত অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় গত (১আগষ্ট) মঙ্গলবার উপজেলা আই,সি,সি,টি কর্মকর্তা আবু রায়হান কে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট গঠিত তদন্ত কমিটি তদন্তের জন্য নোটিশ প্রদান করে।
লিখিত অভিযোগ ও গ্রামবাসীর অভিযোগে জানা যায়,তাড়াশ উপজেলার উলিপুর পাচান দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার শাহাদত হোসেন গত ২৩ ডিসেম্বর কমিটির মেয়াদ শেষ হওয়ার পরে নির্বাচনী তফসিল ঘোষণা ছাড়াই কোন ভোটার তালিকা প্রনয়ণ না করে এবং ছাত্রছাত্রীদের মাঝে নোটিশ এলাকার প্রচারণা ও নোটিশ বোর্ডে নোটিশ না টানিয়ে গোপনে বিধি বহিভূর্তভাবে মাদ্রাসার পিয়ন আব্দুল খালেক এর স্ত্রী নুরুন্নাহার কে মহিলা সদস্য,আব্দুল খালেকের আপন ফুপাত ভাই আবু বক্কর প্রামাণিক কে সদস্য এবং তাদের অনুগত প্রতিবেশি আজিজুল ও রফিকুল নামে ২ ব্যক্তিকে সদস্য দেখিয়ে মাদ্রাসা পরিচালনা কমিটি গঠন করে।
মাদ্রাসা পরিচালনা কমিটির গঠনের বিধিমোতাবেক একই ব্যক্তি ২ বারের বেশি সভাপতি না হওয়ার বিধান থাকলে ও সাবেক সভাপতি অসুস্থ বৃদ্ধ ব্যক্তি মফিজ উদ্দিন কে কমিটির সভাপতি বানিয়েছে ভারপ্রাপ্ত সুপার আইয়ুব আলী। মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের বিরুদ্ধে নির্বাচনী তফসিল ঘোষণা-না করে গোপনে বিধি বহিভূর্ত ভাবে মাদ্রাসা পরিচালনা কমিটি গঠন করে বৃদ্ধ ব্যক্তিকে কমিটির সভাপতি বানানোর ঘটনা প্রকাশিত হওয়ার পরে উলিপুর গ্রামের আবুল হোসেন,শাহাজাহান আলী,হেলাল,আকছেদ,আব্দুল মজিদ সহ ৩০ জনের স্বাক্ষরিত অভিযোগ স্থানীয় সংসদ সদস্য,জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করেন।
অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইতিমধ্যই উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আই,সি,সি,টি) অফিসার আবু রায়হান কে প্রধান করে ৩সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। গত(১আগষ্ট) মঙ্গলবার উপজেলা আই,সি,সি,টি কর্মকর্তা আবু রায়হান ৩ সদস্য বিশিষ্ট গঠিত তদন্ত কমিটি তদন্তের জন্য নোটিশ প্রদান করে তদন্ত করেন।
উলিপুর গ্রামের কলেজ শিক্ষক আবু বক্কর সিদ্দিক জানান ও শাহাজাহান আলী জানান,আজ তদন্ত করার জন্য আই,সি,সি,টি অফিসার যাওয়া কথা থাকলেও তিনি যাননি। তিনি মুঠোফোনে জানান,কমিটির সদস্য উপজেলা একাডেমিক সুপার ভাইজার উপস্থিত না থাকায় আরেক দফা তদন্তের দিন ধার্য্য করা হয়েছে।
সংবাদকর্মী পরিচয়ে অভিযোগের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে;উলিপুর পাচান দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আইয়ুব আলী কোন সদুত্তর না দিয়ে-ব্যস্ত আছি,পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।#
উপজেলা আই,সি,সি,টি কর্মকর্তা আবু রায়হান জানান,নিরপেক্ষ ভাবে সঠিক ভাবে তদন্ত করে রিপোর্ট করা হবে। তিনি আরো জানান তদন্ত কমিটির সদস্য উপজেলা একাডেমিক সুপার ভাইজার উপস্থিত না থাকায় আরেক দফা তদন্তের দিন ধার্য্য করা হয়েছে।
Leave a Reply