শামিউল হক শামীম, তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশের তালম ইউনিয়নের খোদবাড়ী গ্রামের মানুষের ঈদ আনন্দের একমাত্র কোরবানীর সম্বল চেয়ারম্যানের দেওয়া দু’টি ছাগল। এবছর ওই গ্রামে ৪৫ পরিবারের কেহই কোরবানী না দেওয়ার খবর শুনে চেয়ারম্যান তার নিজস্ব তহবিল থেকে ৩৩ হাজার টাকা দিয়ে ২টি কোরবানীর ছাগল কিনে দিলেন। আর সেই ছাগল পেয়ে ঈদের পরিপুর্ণ আনন্দে আনন্দিত হলেন গ্রামের বয়ঃবৃদ্ধ শিশু কিশোরসহ সকল মানুষ।
রবিবার(২৫ জুন) বিকালে দলীয় লোকজন ও ইউপি সদস্যদের নিয়ে কলামুলা খোদবাড়ী গ্রামের মোঃ আবুল কালাম ও মোঃ ফরিদুল ইসলামের হাতে তুলে দিলেন কোরবানীর ছাগল।
এবিষয়ে চেয়ারম্যান আব্দুল খালেক বলেন, মুসলিস সম্প্রদায়ের মানুষের সবচেয়ে বড় আনন্দ ঈদ উল আযহা। আমি গত কয়েক দিন ধরে আমার ইউনিয়নের প্রতিটি গ্রামে কোরবানীর পশু ক্রয় বিক্রয়ের খোজ খবর নিচ্ছিলাম। গত তিন দিন আগে লোকমুখে জানতে পেরেছি কলামুলা খোদবাড়ী গ্রামে কেহই কোরবানীর পশু কিনতে পারছে না। আমি গতকাল শনিবার সকালে ওই গ্রামে হাজির হয়ে তাদের সংগে কথা বলেছিলাম। তারা আমাকে জানায়, আমাদের গ্রামে অধিকাংশ মানুষ হতদরিদ্র এবং দ্রব্যমুল্যের উর্ধ্বগতিতে বর্তমান বাজারে পশুর দামও ক্রয় ক্ষমতার বাহিরে। তাই এবছর আমাদের গ্রাম থেকে কেহই কোরবানী দিতে পারছে না। তাৎক্ষনিক ঘোষনা দিয়েছিলাম দু একদিনের মধ্যে কোরবানী দেওয়ার মতো দুটি ছাগল নিজস্ব তহবিল থেকে কিনে দিবো। আজ হাটবার থাকায় ছাগল কিনেছি এবং ওই গ্রামের মানুষের মাঝে বিতরন করলাম। তিনি আরো বলেন, বঙ্গবন্ধর সৈনিক হিসাবে তালম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান হিসাবে আমার নৈতিক দায়িত্ববোধ থেকে এ কাজটি করেছি।
তাড়াশ উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে তালম ইউনিয়নটি ২৭ টি গ্রাম নিয়ে অবস্থিত। যেখানে মুসলিম, হিন্দু ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের বসবাস। ঈদ, পুজা ও বড়দিনের সকল আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়বে এটাই কামনা এলাকার সুধীজনের।
এসময় উপস্থিত ছিলেন, তালম ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মো. বেলাল হোসেন, আওয়ামীলীগ নেতা মোঃ মজিবর রহমান, মোঃ বাবলু, প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মো. নাজির উদ্দিন প্রমুখ।
Leave a Reply