শামিউল হক শামীম, তাড়াশ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে মাধ্যমিক বিদ্যালয়ে স্বাস্থ্য সুরক্ষা ক্লাব গঠনের মাধ্যমে ভবিষ্যৎতে সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে ছাত্র শিক্ষক ও অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৪ সেপ্টেম্বর) রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের পরিচালক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক ড.মো: রফিকুল ইসলাম।
স্বাস্থ্য সুরক্ষা ক্লাব গঠনের মাধ্যমে ভবিষ্যৎ সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে ছাত্র- শিক্ষক এবং অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিরাজগঞ্জ ৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ।
এমময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগোপযোগী সিদ্ধান্তে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বেজুড়ে রোল মডেল হিসাবে স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে। প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে বই এবং দ্বাদশ পর্যন্ত শতভাগ উপবৃত্তি প্রদান করা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ম শেখ হাসিনার জন্য। বিশ্বের বুকে আর কোন দেশে এমন নজীর নাই।
এ সময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা,উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম,তাড়াশ ইসলামীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌষার আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যাম সুন্দর টুটুল প্রমূখ।
Leave a Reply