সামিউল হক শামীম,তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গায় একটি মালবোঝাই পিকআপের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে মো.নাঈম আহসান (১৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় নাঈমের সাথে থাকা তার বাবা মো. মাজাহারুল ইসলাম সহ আরো চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে, আজ শনিবার (১৯ আগষ্ট) সকাল ১০টার দিকে তাড়াশ—সলঙ্গা আঞ্চলিক সড়কের বনবাড়িয়া ভাঙ্গা ব্রীজ এলাকায়। নিহত নাঈম তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও তাড়াশ পৌরসভার ভাদাশ মহল্লার মো. মাজাহারুল ইসলামে ছেলে। সে এ বছর এস.এস.সি পরিক্ষায় পাশ করেছেন। বিষয়টি তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. জাফর ইকবাল নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে তাড়াশ থেকে সিএনজি যোগে নাঈম তার বাবার সাথেসিরাজগঞ্জ রোডে যাচ্ছিলেন। যাওয়ার সময় পথিমধ্যে সলঙ্গা বাজার এলাকায় আসলেবিপরীত দিক থেকে মালবোঝাই পিকআপের সাথে তাদের বহনকারী সিএনজিরমুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাঈম মারা যান। এ সময় তার বাবা সহ সিএনজিতে থাকা আরো চার যাত্রী গুরুতর আহত হন। আহতদেরসিরাজগঞ্জ রোডের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
Leave a Reply