সামিউল হক শামীম,তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে বস্তুল টেকনিক্যাল স্কুল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের উদ্দ্যেগে জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে. এম. আব্দুস সালাম বৃক্ষরোপন অভিযানের উদ্ভোধন করেন।
শনিবার (১জুলাই) দুপুর ১২ টায় উপজেলার প্রত্যান্ত গ্রাম বারুহাস ইউনিয়নের বস্তুল টেকনিক্যাল স্কুল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ১টি করে ফলজ, বনজ ও ঔষদী গাছ রোপনের উদ্ভোধন করেন। এসময় অধ্যক্ষ মোঃ শাহিনুর ইসলাম জানান, আবহাওয়া পরিস্কার হলেই বারুহাস ও তালম ইউনিয়নের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে আরো ৩শত ফলজ, বনজ ও ঔষদী গাছ রোপন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিম, ইউপি চেয়ারম্যান মোঃ ময়নুল হক, আওয়ামীলীগ নেতা মোঃ মহাসিন রেজা, শিক্ষানুরাগী মোঃ আবুল কালাম, প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও ছাত্র ছাত্রীবৃন্দ।
Leave a Reply