সামিউল হক শামীম,তাড়াশ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবকদের করনীয় নিয়ে তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০আগস্ট) তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে, প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম (বিএসসি) এর সভাপতিত্বে ওই সমাবেশে বক্তব্য রাখেন, প্রবীন শিক্ষক মো. শামসুল ইসলাম, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন, অভিভাবক মো. শাহিনুর ইসলাম, দিলারা পারভীন, সুফিয়া খাতুন, শিক্ষার্থী নাইম হোসেন প্রমুখ।
উল্লেখ্য তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে অত্র বিদ্যালয়ের শিক্ষকসহ প্রায় দেড় শতাধিক অভিভাবক অংশ নেন। তাঁরা শিক্ষার গুণগত মান উন্নয়নে নানা সুপারিশ পেশ করেন।
Leave a Reply