শামিউল হক শামীম, তাড়াশ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা শিক্ষক কর্মচারি কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (১৪ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ৯ থেকে শুরু হয়ে বিকাল ৩ টা পর্যন্ত বিরতীহীন ভাবে ভোট গ্রহণ চলে।
তাড়াশ উপজেলা শিক্ষক কর্মচারি কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়েন ৩৩৫জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটে কাউরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আইয়ুবুর রহমান রাজন চেয়ারম্যান পদে, তাড়াশ ডিগ্রী কলেজের প্রভাষক আবু হাসিম খোকন ভাইস- চেয়ারম্যান, দুলিশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম সেক্রেটারী , বিনসাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুস সবুর মিল্টন ট্রেজারার, সোলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোছাঃ লাবনী খাতুন ও মাগুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহীন আখতার পরিচালক পদে নির্বাচিত হয়েছেন ।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস সালাম জাকারিয়া এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য’র দায়িত্ব পালন করেন মোঃ শাহিনুর রহমান (ভারপ্রাপ্ত কর্মকর্তা) তাড়াশ খাদ্য গুদাম।
নির্বাচনে আইনশৃঙ্খলা সুষ্ঠ রাখতে তাড়াশ থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ আব্দুস সালামের নেতৃত্বে এক ডজন পুলিশ উপস্থিত ছিলেন।
ভোটের প্রাপ্ত ফলাফল ঘোষনা করেন, রিটার্নিং কর্মকর্তা আব্দুস সালাম জাকারিয়া।
Leave a Reply