সামিউল হক শামীম,তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে পুলিশ অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ আগ্নেয় অস্ত্র উদ্ধার করেছে। এ সময় এক মাদককারী কে গ্রেফতার করা হয়।
তাড়াশ থানার উপপরিদর্শক সুভাষ চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৮ জুলাই (শুক্রবার) রাত ১. ২০ মিনিটে উপজেলার জন্তিপুর গ্রামে এস আই সুভাষ চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় আদম আলীর বসত ঘরে ড্রামের ভিতরে রাখা একটি আগ্নেয় অস্ত্র( পাইপগান) ও দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় জন্তিপুর গ্রামে
মৃত: সিকান্দার আলীর ছেলে মো. আদম আলী( ৩৭) কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতার কৃত আদম আলীর বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ইতিমধ্যেই আসামী কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply