নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের তাড়াশে বীর মুক্তিযোদ্ধা মোড়ের যানজটে আটকে নাকাল অবস্থা লোকজনের। সড়ক ও জনপদ অধিদপ্তরের চৌরাস্তা মোড়ের এ স্থানটি তুলনামূলক বেশ সরু।
এদিকে সিরাজগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. দিদারুল আলম তরফদার জানিয়েছেন, সরকারের পরিচালন বাজেট থেকে ভূমি অধিগ্রহনের টাকা দেওয়া বন্ধ রয়েছে। পরিপত্র জারি করা হয়েছে। তাড়াশ উপজেলা সদরের বীর মুক্তিযোদ্ধা মোড়ের চারপাশের জায়গা ব্যক্তিমালিকনা। উপায়ন্তর না পেয়ে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা করেছি। প্রকল্পটির অনুমোদন পাওয়া গেলে ভূমি অধিগ্রহন করা সম্ভব হবে।
সওজের এই কর্মকর্তা ব্যক্তি আরো বলেন, তিনি নিজেও দীর্ঘ ৬১ মিনিটি বীর মুক্তিযোদ্ধা মোড়ের যানজটে আটকে ছিলেন একদিন।
সরেজমিনে দেখা গেছে, বীর মুক্তিযোদ্ধা মোড়ের মাঝে একটা মাইক্রো বাস ঢুকে পড়েছে। আর তাতেই ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। থমকে আছে জনজীবন।
তাড়াশ সদর গ্রামের বাসিন্দা তপন কুমার গোস্যামী বলেন, বীর মুক্তিযোদ্ধা মোড় গণপরিবহন ও লোকজনের চলাচলের মিলনস্থল। প্রতিদিন হাজারো মানুষ এ মোড় হয়ে তাড়াশ উপজেলা শহরে প্রবেশ করেন। এখানে সিএনজি, ইজিবাইক, অটোভ্যান ও ভাড়ায় চালিত মোটরসাইকেল বিশৃঙ্খলভাবে গ্যারেজ করায় সারাক্ষণ যানজট লেগে থাকে।
তাড়াশ বাজার কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা স ম আব্দুর রাজ্জাক বলেন, তাড়াশে যানবাহন স্ট্যান্ড করে রাখার কোন নির্দিষ্ট জায়গা নেই। বীর মুক্তিযোদ্ধা মোড়ে যানবাহন স্ট্যান্ড বন্ধ করা গেলে যানজটের অসহনীয় দুর্ভোগ থেকে লোকজন কিছুটা মুক্তি পেত।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিম বলেন, বীর মুক্তিযোদ্ধা মোড়ের যানজট নিরসনে সওজ বিভাগের সাথে দ্বিপাক্ষিক আলোচনা অব্যাহত রয়েছে। পৌরসভার নির্বাচন হয়ে গেছে। এখন যানবাহন রাখার স্ট্যান্ড হয়ে যাবে। #
Leave a Reply