শামিউল হক শামীম, তাড়াশ প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক মোঃ খালেকের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকার। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ।
১৯৪৯ সালের ৫ আগস্ট তিনি তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বিপথগামী একদল সেনাকর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে শাহাদতবরণ করেন তিনি।
দিনটি পালন উপলক্ষ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনায় তাড়াশ উপজেলা আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছেন।
দিনের শুরুতে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন ও উপজেলা প্রশাসন সকালে উপজেলা প্রাঙ্গণে শহিদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।
পরে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামীলীগ ও সহযোগী নেতা কর্মীরা শহিদ শেখ কামালকে নিয়ে স্মৃতিচারণ করেন।
এতে বক্তারা শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশের সকল অপশক্তিকে পরাজিত করে আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে জয়যুক্ত করার আহবান জানান।
শহিদ শেখ কামালের জীবনী নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ।
তিনি বলেন, বহুমাত্রিক অনন্য সৃষ্টিশীল প্রতিভার অধিকারী তারুণ্যের দীপ্ত প্রতীক শহিদ শেখ কামাল শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে বিএ অনার্স পাশ করেন।
বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি অঙ্গনের শিক্ষার অন্যতম উৎসমুখ ‘ছায়ানটে’র সেতারবাদন বিভাগের ছাত্র ছিলেন। তিনি উপমহাদেশের অন্যতম সেরা ক্রীড়া সংগঠন, বাংলাদেশে আধুনিক ফুটবলের প্রবর্তক আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা ছিলেন। তাছাড়াও তিনি ছিলেন ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা। অভিনেতা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যাঙ্গনে সুপরিচিত ছিলেন। শৈশব থেকে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধুলায় বেশ উৎসাহ ছিল তার। শেখ কামাল স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে মুক্তিবাহিনীতে কমিশন লাভ ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি আরো বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ছিলেন স্বাধীন বাংলাদেশের ক্রীড়া জগতের এক উজ্জ্বল নক্ষত্র। দেশ স্বাধীনের আগেই তিনি আবাহনী সমাজকল্যাণ সংস্থা গঠন করেন। তিনি খেলোয়াড়দের স্বাবলম্বী করার নানা উদ্যোগ গ্রহণের পাশাপাশি তাদের অবসর ভাতা প্রদানেরও পদক্ষেপ গ্রহণ করেন। সে লক্ষ্যে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে ১০ লাখ টাকা অনুদান নিয়ে ‘খেলোয়াড় কল্যাণ তহবিল’ গঠন করেন।
অনুষ্ঠানে ১৫ আগস্টে শাহাদৎ বরণকারী বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের পরিবারের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মান্নান।
পরে শহিদ শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে কেক কর্তন করা হয়।
Leave a Reply