সামিউল হক শামীম, তাড়াশ প্রতিনিধিঃ
প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে সিরাজগঞ্জের তাড়াশে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৮ এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,তাড়াশ পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাক,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুল্লাহ আল মামুন, মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, তাড়াশ থানার ওসি নজরুল ইসলাম,চেয়ারম্যান ময়নুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা ওলিউল ইসলাম,তাড়াশ প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম বুলবুল, ইসলামীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিউল হক শামীম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আইয়ুবুর রহমান রাজন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লুৎফুল কবির লিমন,উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ,তাড়াশ ডেইরী এসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াদুদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আজিজ বলেন,প্রাণিসম্পদ খাত শুধু আমিষেরই উৎস নয়, এটি প্রাণিজ শক্তিরও একটি বিরাট উৎস। প্রাণিজ খাদ্য থেকে আমরা এমন অনেক শক্তির উপাদান পাই, যা অন্য কোনো উৎস থেকে পাওয়া সম্ভব নয়। আমাদের পশু খাত অনেকাংশে শস্য খাতের সঙ্গে সম্পৃক্ত।
Leave a Reply