সামিউল হক শামীম,তাড়াশ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের মহিষলুটি নামক স্থানে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে তাড়াশ থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি মোঃ শহিদুল ইসলাম।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের মহিষলুটি নামক স্থানের সব্দেরের খাল নামক স্থানে বেলা ৫টার দিকে অজ্ঞাত মহিলার লাশ ভাসতে দেখতে পায় স্থানীয়রা। পরে তাড়াশ থানায় খবর দিলে সন্ধ্যার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
ঘটনাস্থলে রয়েছে উল্লাপাড়া সার্কেল অমৃত সূত্রধর ও তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম।
এ ব্যাপারে উল্লাপাড়া সার্কেল অমৃত সূত্রধর বলেন, লাশের পরিচয় সনাক্তের জন্য সিরাজগঞ্জ পিবিআই কাজ করছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
Leave a Reply