শামিউল হক শামীম, তাড়াশ প্রতিনিধি: “প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে ৩২ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
রবিবার ২ ডিসেম্বর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে প্রতিবন্ধী নারী পুরুষ ও শিশু কিশোরদের নিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুড়ে অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ মাহমুদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খাঁন, উপজেলা সমাজসেবা অফিসার কেএম মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মুসাব্বির হোসেন,পল্লী সঞ্চায় ব্যাংকের ম্যানেজার সাকাদ হোসেন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেন গণ উন্নয়ন কেন্দ্র, সাইটসেভার্স, পরিবর্তন সহ বেশ কয়েকটি সামাজিক উন্নয়ন সংস্থা।
Leave a Reply